আমার বাংলা বই

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

জেদি - একগুঁয়ে, কোনো কাজ করতে নাছোড়বান্দা।
পরাধীন - পরের অধীন, স্বাধীন নয়।
দাপটে - প্রবল প্রতাপের সঙ্গে।
ডনকুস্তি - বুকডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা।
অসিচালনা - তলোয়ার দিয়ে যুদ্ধ করার বিদ্যা।
দুর্ভেদ্য - যা কষ্টে ভেদ করা যায়।
দুর্গ - প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস।
বাঁশের কেল্লা - বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ।
শায়েস্তা - শাস্তি, জব্দ।
অমিত তেজ - অসীম সাহস আর অদম্য শক্তি।
মুক্তিকামী - স্বাধীনতাকামী।
বনিয়াদি - সুপ্রতিষ্ঠিত, প্রাচীন।
প্রশিক্ষিত - প্রশিক্ষণ প্রাপ্ত।
কারাদন্ড - জেলখানায় আটক থাকার শাস্তি।
শহিদ - সত্য বা ন্যায়ের জন্য আত্মদানকারী ব্যক্তি।