- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
ব্যাকরণ
এক কথায় প্রকাশ
যা কষ্টে ভেদ করা যায়
উত্তর দেখি
দুর্ভেদ্য
প্রাচীর ঘেরা সেনানিবাস
উত্তর দেখি
দুর্গ
বাঁশ দিয়ে তৈরি যে কেল্লা
উত্তর দেখি
বাঁশের কেল্লা
আসীম সাহস আর অদম্য শক্তি
উত্তর দেখি
অমিত তেজ
প্রশিক্ষণ নিয়েছে যে
উত্তর দেখি
প্রশিক্ষিত
নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লিখি।
১। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটাইয়া চলিত দারুণ দাপটে।
ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে।
২। দেশে ফিরিয়া তিনি স্বাধীনতার ডাক দিলেন।
দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন।
৩। ইংরেজদের সাথে হাত মিলাইল দেশি জমিদাররা।
ইংরেজদের সাথে হাত মেলাল দেশি জমিদাররা।
৪। ক্ষুধার্ত ভিক্ষুকটি খাবার পেয়ে পেট ভরে খাইল।
ক্ষুধার্ত ভিক্ষুকটি খাবার পেয়ে পেট ভরে খেল।








