আমার বাংলা বই

ব্যাকরণ

এক কথায় প্রকাশ

যা কষ্টে ভেদ করা যায়

উত্তর দেখি

দুর্ভেদ্য

প্রাচীর ঘেরা সেনানিবাস

উত্তর দেখি

দুর্গ

বাঁশ দিয়ে তৈরি যে কেল্লা

উত্তর দেখি

বাঁশের কেল্লা

আসীম সাহস আর অদম্য শক্তি

উত্তর দেখি

অমিত তেজ

প্রশিক্ষণ নিয়েছে যে

উত্তর দেখি

প্রশিক্ষিত

নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লিখি।

১।  ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটাইয়া চলিত দারুণ দাপটে।

ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে।

২।  দেশে ফিরিয়া তিনি স্বাধীনতার ডাক দিলেন।

দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন।

৩।  ইংরেজদের সাথে হাত মিলাইল দেশি জমিদাররা।

ইংরেজদের সাথে হাত মেলাল দেশি জমিদাররা।

৪।  ক্ষুধার্ত ভিক্ষুকটি খাবার পেয়ে পেট ভরে খাইল।

ক্ষুধার্ত ভিক্ষুকটি খাবার পেয়ে পেট ভরে খেল।