আমার বাংলা বই

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

বাঁশের কেল্লা

বাক্য দেখি

তিতুমীর ও তাঁর সৈন্যরা নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করেন।

জেদি

বাক্য দেখি

তিতুমীর শিশুকালে ভীষণ জেদি ছিলেন।

সশস্ত্র

বাক্য দেখি

কর্নেল স্টুয়ার্ডের নেতৃত্বাধীন বাহিনীতে ছিল অনেক সশস্ত্র সেনা ।

শায়েস্তা

বাক্য দেখি

পুলিশ অপরাধীদেরকে শায়েস্তা করে।

প্রিয়পাত্র

বাক্য দেখি

তমাল তার মেধার কারণে শিক্ষকদের কাছে প্রিয়পাত্র হয়ে উঠেছে।

দূর্ভেদ্য

বাক্য দেখি

সুন্দরবন অনেক দুর্ভেদ্য অঞ্চল রয়েছে।

শিষ্য

বাক্য দেখি

গুরু তাঁর শিষ্যদের পাঠের সময় মনোনিবেশ করতে বললেন।

সরব

বাক্য দেখি

সরব কণ্ঠে রাকিব কবিতা আবৃতি করছে।

জন্ম

বাক্য দেখি

তিতুমীরের ১৭৮২ সালে জন্মগ্রহণ করেন।