- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
বাক্য রচনা
শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।
সংকল্প
বাক্য দেখি
আমি সংকল্প করেছি মিথ্যা বলব না।
বদ্ধ
বাক্য দেখি
থাকব না আর বদ্ধ ঘরে দেখব এবার জগতটাকে।
যুগান্তর
বাক্য দেখি
অনেক যুগ-যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি।
দেশান্তর
বাক্য দেখি
বড় হয়ে আমরা দেশ-দেশান্তরে ঘুরে বেড়াব।
বরণ
বাক্য দেখি
পহেলা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নেই।
মরণ-যন্ত্রণা
বাক্য দেখি
যারা সাহসী তারা মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।
দুঃসাহসী
বাক্য দেখি
দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।
চন্দ্রলোক
বাক্য দেখি
মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা করছে।
অচিনপুর
বাক্য দেখি
এক যে ছিল অচিনপুরের রাজকন্যা।
ফেড়ে
বাক্য দেখি
টানাটানি করায় পাতলা কাপড়টি ফেড়ে গেল।
জগৎ
বাক্য দেখি
খোকা জগৎটাকে ঘুরে ঘুরে দেখতে চায়।
কৌতূহল
বাক্য দেখি
তারিকের সবকিছু জানার কৌতুহল বেশি।
অন্তরীক্ষ
বাক্য দেখি
অন্তরীক্ষে পাখি উড়ে।
বিপন্ন
বাক্য দেখি
গাছ লাগিয়ে পৃথিবীকে বিপন্নতা থেকে থেকে রক্ষা করতে হবে।
অদম্য
বাক্য দেখি
অদম্য সাহসী বীর মুক্তিযোদ্ধারা তাঁদের জীবন বাজী রেখে আমাদের দেশকে শত্রু মুক্ত করেছেন।
একই শব্দের বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি।
সংকল্প
প্রতিজ্ঞা
উত্তর
উত্তর দেখি
ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত।
বদ্ধ
বন্ধ
উত্তর
উত্তর দেখি
আমি ঘরের কোণে বদ্ধ থাকতে চাই না।
ইঙ্গিত
ইশারা
উত্তর
উত্তর দেখি
রাশেদ তার বন্ধুকে ইশারায় ডাকছে।
দেশান্তর
অন্যদেশ
উত্তর
উত্তর দেখি
পর্যটকেরা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়।
বরণ
সাদরে গ্রহণ
উত্তর
উত্তর দেখি
নতুন শিক্ষককে আমরা সাদরে বরণ করে নিলাম।
জগৎ
পৃথিবী
উত্তর
উত্তর দেখি
এই পৃথিবী অনেক সুন্দর।







