কাজী নজরুল ইসলাম
জন্ম: কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মতারিখ ২৫শে মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ (১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ সন)।
তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাঁর কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য রচনাবলি: ‘অগ্নি-বীণা’, ‘বিষের বাঁশী’, ‘ঝিঙে ফুল’ তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
মৃত্যু: তিনি ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯শে আগষ্ট (১২ই ভাদ্র ১৩৮৩ সন) ঢাকায় মৃত্যুবরণ করেন।