আমার বাংলা বই

পড়ি ও লিখি

কবিতাটির মূলভাব জেনে নিই।

অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের। কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরীক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উড়ছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে-সে বদ্ধ ঘরে বসে থাকবে না। পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে।

শব্দগুলোর বানান লিখি।

বরণ

মরণ

যন্ত্রণা (র-এর পরে ‘ণ’ বসে)

বদ্ধ

যুগান্তর

দেশান্তর

বিশ্বজগৎ

ইঙ্গিত

কবির সংকল্পগুলো লিখি।

আমার সংকল্পগুলো লিখি।

কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ লিখি।