- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
ব্যাকরণ
ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি।
| চলিত রূপ | সাধু রূপ | চলিত রূপ | সাধু রূপ |
|
আঁকব |
উত্তর দেখি আঁকিব |
ছুটছে |
উত্তর দেখি ছুটিতেছে |
|
দেখব |
উত্তর দেখি দেখিব |
আসছে |
উত্তর দেখি আসিতেছে |
|
ঘুরছে |
উত্তর দেখি ঘুরিতেছে |
চলছে |
উত্তর দেখি চলিতেছে |
|
মরছে |
উত্তর দেখি মরিতেছে |
ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই।
|
ক। |
আমি কাজটি করি। |
|||||||||||||||||||||||||||||||||||||||
|
খ। |
নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দিই। আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই।আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি। কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে তরুণ চিকিৎসক হবে। মানুষের চিকিৎসা করবে। |
|||||||||||||||||||||||||||||||||||||||
|
গ। |
নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি
|
এক কথায় প্রকাশ
যুগের পর যুগ
উত্তর দেখি
যুগান্তর
এক দেশ থেকে অন্য দেশ
উত্তর দেখি
দেশান্তর
মরণের মতো যন্ত্রণা
উত্তর দেখি
মরণ-যন্ত্রণা
তীব্র ইচ্ছা
উত্তর দেখি
সংকল্প
অত্যাধিক সাহসী
উত্তর দেখি
দুঃসাহসী
সমার্থক শব্দ








