আমার বাংলা বই

ব্যাকরণ

ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি।

চলিত রূপ সাধু রূপ চলিত রূপ সাধু রূপ

আঁকব

উত্তর দেখি

আঁকিব

ছুটছে

উত্তর দেখি

ছুটিতেছে

দেখব

উত্তর দেখি

দেখিব

আসছে

উত্তর দেখি

আসিতেছে

ঘুরছে

উত্তর দেখি

ঘুরিতেছে

চলছে

উত্তর দেখি

চলিতেছে

মরছে

উত্তর দেখি

মরিতেছে

ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই।

ক।

আমি কাজটি করি।
আমি কাজটি করেছিলাম।
আমি কাজটি করব।

উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি,করেছিলাম ও করব- এগুলো করা ক্রিয়াপদটির বিভিন্নরূপ। যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো হয়েছে। যেমন বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল।

খ।

নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দিই।

আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই
আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি
কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে
তরুণ চিকিৎসক হবেমানুষের চিকিৎসা করবে

গ।

নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি

ভবিষ্যৎ বর্তমান অতীত

আঁকব

উত্তর দেখি

থাকি

উত্তর দেখি

থেকেছিলাম

দেখব

উত্তর দেখি

দেখি

উত্তর দেখি

দেখেছিলাম

শুনব

উত্তর দেখি

শুনি

উত্তর দেখি

শুনেছিলাম

খাব

উত্তর দেখি

খাই

উত্তর দেখি

খেয়েছিলাম

বেড়াব

উত্তর দেখি

বেড়াই

উত্তর দেখি

বেড়িয়েছিলাম

ঘুরব

উত্তর দেখি

ঘুরি

উত্তর দেখি

ঘুরেছিলাম

পড়ব

উত্তর দেখি

পড়ি

উত্তর দেখি

পড়েছিলাম

খেলব

উত্তর দেখি

খেলি

উত্তর দেখি

খেলেছিলাম

চড়ব

উত্তর দেখি

চড়ি

উত্তর দেখি

চড়েছিলাম

নামব

উত্তর দেখি

নামি

উত্তর দেখি

নেমেছিলাম

ধরব

উত্তর দেখি

ধরি

উত্তর দেখি

ধরেছিলাম

হাসব

উত্তর দেখি

হাসি

উত্তর দেখি

হেসেছিলাম

এক কথায় প্রকাশ

যুগের পর যুগ

উত্তর দেখি

যুগান্তর

এক দেশ থেকে অন্য দেশ

উত্তর দেখি

দেশান্তর

মরণের মতো যন্ত্রণা

উত্তর দেখি

মরণ-যন্ত্রণা

তীব্র ইচ্ছা

উত্তর দেখি

সংকল্প

অত্যাধিক সাহসী

উত্তর দেখি

দুঃসাহসী

সমার্থক শব্দ

জগৎ - পৃথিবী, ভুবন
সংকল্প - ইচ্ছা, প্রতিজ্ঞা
সিন্ধু - সাগর, জলধি
স্বর্গ - বেহেস্ত, জান্নাত
ইঙ্গিত - ইশারা, আভাস