আমার বাংলা বই

প্রশ্ন উত্তর

নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।

১।  কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?

কবি বদ্ধ ঘরে থাকতে চান না কারণ, তিনি জগৎটাকে দেখতে চান। এ জগতের মানুষ কীভাবে যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে কবি এসব দেখতে চান। তাছাড়া মঙ্গলগ্রহ, চন্দ্রলােকের অচিনপুর, আকাশ, পাতাল। এসবের রহস্য তিনি জানতে চান। এ কারণে তিনি বদ্ধ ঘরে থাকতে চান না।

২।  যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কী বোঝ লেখ?

যুগ বলতে অনেক বছরের সমষ্টি বােঝায়। আর যুগান্তর, বলতে বােঝায় এক যুগ থেকে অন্য যুগ। অর্থাৎ মানুষ কীভাবে বছরের পর বছর বিভিন্ন দেশ ও স্থানে ঘুরছে সেটি বােঝাতেই যুগান্তরের ঘূর্ণিপাকের কথা বলা হয়েছে।

৩।  চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়?

দুঃসাহসী বিজ্ঞানী ও পর্যটকেরা চন্দ্রলােকের অচিনপুরে যেতে চায়। তারা সেখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানতে চায়, জ্ঞান অর্জন করতে চায়।

৪।  কিসের আশায় বীর মরণকে বরণ করছে?

বীর বলতে বােঝায় যারা কোনােকিছুতে ভয় পায় না, দুঃসাহসী। তারা অজানাকে জানার জন্য এবং অজেয়কে জয় করার জন্য দুর্গম পথে এগিয়ে যায়। তারা অনেক কষ্ট সহ্য করে মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করে নানা বিষয়; যা যুগ যুগ ধরে মানুষ কাজে ব্যবহার করে। মূলকথা, অজানা রহস্য জানার আশায় বীর মরণকে বরণ করছে।

৫।  কবি হাতের মুঠোয় পুরে কী এবং কেন দেখতে চান?

সংকল্প কবিতায় কবি কাজী নজরুল ইসলাম হাতের মুঠোয় এ পরে বিশ্বজগৎ দেখতে চান। এই বিশ্বজগতে রয়েছে নানা রকম অজানা রহস্য। এখানে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে, দেশ থেকে দেশান্তরে ছুটছে, নতুন নতুন বিষয় জানার জন্য অনেক কষ্ট সহ্য করছে, চন্দ্রলােকের ও অচিনপুরে যাচ্ছে, মঙ্গলগ্রহ থেকে উড়ে আসা কোনাে সংকেত-- এসব কবি জানতে চান। এসব অজানা রহস্য জানার কৌতূহল মেটানাের জন্যই কবি হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎ দেখতে চান।

৬।  মানুষ কিসের জন্য মরণ-যন্ত্রণাকে বরণ করতে পিছপা হয় না?

এই জগৎকে, জগতের অজানা রহস্যকে জানার ইচ্ছা মানুষের কাছে নেশার মতো। তাই জগতের অজানা রহস্যকে জানার ইচ্ছায় মানুষ মরন যন্ত্রণাকেও বরণ করতে পিছপা হয় না।

৭।  কিশোর বিশ্বজগৎ দেখতে চেয়েছে কেন?

বিশ্বজগতের নানা অজানা রহস্যের সন্ধানে মানুষ দেশ থেকে দেশান্তরে ছুটছে, রকেটে চড়ে যাচ্ছে চাঁদে, মঙ্গল গ্রহে। এসব অজানা রহস্য জানার জন্য কিশোর বিশ্বজগত দেখতে চেয়েছে।

৮।  কবি আকাশে- পাতালে যেতে চান কেন?

কবি জগতের সব অজানা রহস্যকে জানতে চান। তাই তিনি আকাশে- পাতালে যেতে চান।

অল্প কথায় উত্তর দেই।

১।  আপন হাতের মুঠোয় কবি কী দেখবেন?

আপন হাতের মুঠোয় কবি বিশ্বজগৎ দেখবেন।

২।  মানুষ কিসের পাকে ঘুরছে?

মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে।

৩।  দেশান্তরে বলতে কবি কী বুঝিয়েছেন?

দেশান্তরে বলতে কবি অজানা দেশকে বুঝিয়েছেন।

৪।  কবি বদ্ধ ঘরে থাকতে চায় না কেন?

কবি বদ্ধ ঘরে থাকতে চায় না কারণ তিনি জগতটাকে দেখতে চান।

৫।  কবি মঙ্গলের ইঙ্গিত শুনতে চায় কেন?

কবি মঙ্গলের অজানা রহস্য জানতে চান বলে ইঙ্গিত শুনতে চান।

৬।  কারা লাখে লাখে মারা যাচ্ছে?

বীরেরা লাখে লাখে মারা যাচ্ছে।

৭।  কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন?

কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।

৮।  তিনি কেমন কবি নামে পরিচিত?

তিনি বিদ্রোহী কবি ছিলেন।

৯।  তাঁর কয়েকটি কাব্যগ্রন্থের নাম লিখ।

অগ্নিবীণা, বিষের বাঁশী, ঝিঙে ফুল।

১০।  তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন?

তিনি ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯শে আগস্ট, (১২ই ভাদ্র ১৩৮৩ সন) ঢাকায় মৃত্যুবরণ করেছেন।