আমার বাংলা বই

story telling বাক্য রচনা

ইমদাদ হক সম্পর্কে পাঁচটি বাক্য লিখি।

উত্তর দেখি

১। ইমদাদ হক ছিল বিখ্যাত ফুটবল খেলোয়াড়।
২। খেলতে গিয়ে শরীরে আঘাত পালেও সে থেমে থাকত না।
৩। জীবন-মরণ পণ করে নিজ দলের জয়ের জন্য খেলত সে।
৪। সে ফুটবলের নানা কৌশল জানত।
৫। সকল দর্শক তার জন্যই খেলায় আনন্দ পেত।