সঠিক
সঠিক নয়
ইমদাদ হক সম্পর্কে পাঁচটি বাক্য লিখি।
উত্তর দেখি
১। ইমদাদ হক ছিল বিখ্যাত ফুটবল খেলোয়াড়। ২। খেলতে গিয়ে শরীরে আঘাত পালেও সে থেমে থাকত না। ৩। জীবন-মরণ পণ করে নিজ দলের জয়ের জন্য খেলত সে। ৪। সে ফুটবলের নানা কৌশল জানত। ৫। সকল দর্শক তার জন্যই খেলায় আনন্দ পেত।