আমার বাংলা বই

ব্যাকরণ

ক্রিয়াপদের চলিত রূপ

লইতে

উত্তর দেখি

নিতে

ছুড়িয়া

উত্তর দেখি

ছুড়ে

ফিরিয়া

উত্তর দেখি

ফিরে

পূর্বেই

উত্তর দেখি

আগেই

মাখিতেছে

উত্তর দেখি

মাখছে

এক কথায় প্রকাশ

দিন ও রাতের মিলনকাল

উত্তর দেখি

সন্ধ্যা

ওষ্ঠাগত যে প্রাণ

উত্তর দেখি

লবেজান

যিনি দেখেন

উত্তর দেখি

দর্শক

অনেক মানুষের শোরগোল

উত্তর দেখি

কোলাহল

চলাচল করার শক্তি যার নেই

উত্তর দেখি

পঙ্গু

সমার্থক শব্দ

হাত - হস্ত, বাহু
চাকর - ভৃত্য, গোলাম
মাঠ - প্রান্তর, ময়দান
মরণ - মৃত্যু, বিনাশ
প্রভাত - সকাল, ভোর
উপহাস - ব্যঙ্গ, রসিকতা
ভাগ্য - নসিব, নিয়তি
জয় - বিজয়, জিত
রাত - নিশি, রজনী
খবর - সংবাদ, বার্তা