- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
প্রশ্ন উত্তর
নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
১। প্রভাত বেলায় ফুটবল খেলায়োড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন?
ইমদাদ হক একজন ফুটবল খেলােয়াড়। সারা দিন ফুটবল খেলার কারণে তার হাতে-পায়ে অনেক ব্যথা হয়। সারা রাত সে কষ্ট পায়। কিন্তু সকাল বেলা তার ঘরে গিয়ে তাকে পাওয়া যায় না। কারণ সারা রাতের ব্যথা ভুলে সকালে ইমদাদ ঠিকই খেলার মাঠে পৌঁছে যায়। আসলে ফুটবল খেলােয়াড়। ইমদাদ হকের খেলতে যাওয়ার কারণেই প্রভাত বেলায় বিছানা শূন্য পড়ে থাকে।
২। টেবিলের ওপরে ছোট-বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন?
ইমদাদ হক একজন একনিষ্ঠ ফুটবল খেলােয়াড়। সারাদিন খেলার কারণে রাতে তার হাতে-পায়ে অনেক ব্যথা হয়। সে ব্যথা কমানাের জন্য মেসের চাকর পটি বাধা হাতে-পায়ে সেঁক দিয়ে দেয়, ওষুধ মালিশ করে। আর ইমদাদ সারা রাত ব্যথায় কান্না করে। কবি ইমদাদের অবস্থা জানার জন্য কালে তার ঘরে গিয়ে দেখেন বিছানা শূন্য। ইমদাদ হক আবার খেলার জন্য ঠিকই সকালে বেরিয়ে পড়েছে। ঘরের মধ্যে পড়ে আছে শুধু ছােট-বড় মালিশের শিশিগুলাে। তখন নিজের ভুল ধারণার জন্য নিজেকে বােকা ভেবে কবির মনে হয়েছে ঘরের শিশিগুলাে তাকে উপহাস করছে।
৩। কবিতায় ইমদাদ হকের খেলা ও দর্শকের আনন্দপূর্ণ নানান অভিমতের বর্ণনা দাও।
ফুটবল খেলােয়াড় কবিতায় কবি জসীমউদ্দীন ইমদাদ হক নামে একজন ফুটবল খেলােয়াড়ের জীবনযাপন বর্ণনা করেছেন। ইমদাদ হক সারাদিন খেলে আর রাতে ব্যথায় কেঁদে কেঁদে সবাইকে ডাকে। সকালে ইমদাদ হককে ঘরে পাওয়া যায় না। সন্ধ্যার সময় তাকে মাঠে দেখা যায়। খেলার মাঠে ইমদাদ। সবার আগে বল নিয়ে ছুটে চলে। বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে ঠেলা আরে। সে বল নিয়ে বাতাসের মতাে এগিয়ে চলে। চারদিক থেকে দশকের। | মহাকলরব শােনা যায়। সবাই ইমদাদের নামে জয়ধ্বনি করে।








