আকাশ-বাতাস, চাঁদ, তারা, সূর্য, নদী-নালা, পাহাড়-পর্বত, পশু-পাখি অর্থাৎ সমস্ত জগতকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন।
মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তাঁর কোনো শরিক নেই। তিনি অনাদি ও অনন্ত।
মহান আল্লাহ তায়ালা নিখুতভাবে সবকিছু রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করছেন।
আমরা আল্লাহর বান্দা। আমাদের জন্ম ও মৃত্যুর মালিকও আল্লাহ। আমরা তাঁরই ইবাদত করি।
আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি।
যারা ইসলামের মূল বিষয়গুলো বিশ্বাস করে এবং কুরআন-হাদিসের নিয়মকানুন সঠিক ভাবে মেনে চলে, তারাই মুমিন বা মুসলিম।