মানুষকে পথ দেখানোর জন্য, আল্লাহর পথে ডাকার জন্য মহান আল্লাহ তায়ালা পৃথিবীতে অনেক নবি-রাসুল পাঠিয়েছেন। নবি-রাসুলগণ ছিলেন মানুষের জন্য আদর্শ শিক্ষক। তাঁরা মানুষকে হাতে-কলমে আল্লাহর দেওয়া জীবন বিধানের শিক্ষা দিতেন।
এই পৃথিবীতে প্রথম মানুষ ও প্রথম নবি হলেন হযরত আদম (আ)। মহান আল্লাহ তায়ালা তাঁকে নিজেই সৃষ্টি করেছেন।
আর শেষ ও সর্বশ্রেষ্ঠ নবি হলেন হযরত মুহাম্মদ (স)। হযরত মুহাম্মদ (স) ৫৭০ খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। এবং তিনি ৬৩২ খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন।
শিশুকাল থেকে তিনি সবসময় সত্য কথা বলতেন। মানুষের উপকার করতেন। কখনো মিথ্যা কথা বলতেন না। সকলের সাথে মিলেমিশে থাকতেন। সেজন্য সবাই তাঁকে ভালবাসত। বিশ্বাস করত। আল আমিন বলে ডাকত। আল আমিন এর অর্থ পরম বিশ্বস্ত।
হযরত মুহাম্মদ (স) চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। দীর্ঘ তেইশ বছর ধরে হযরত মুহাম্মদ (স) এর ওপর কুরআন মজিদ নাজিল হয়েছিল।