ইমান একটি আরবি শব্দ যার অর্থ বিশ্বাস। ইমান ইসলামের মূল ভিত্তি। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ও তাঁর রাসুলের ওপর পূর্ণ বিশ্বাস স্থাপনই হল ইমান। তাওহিদ, ইমান ও ইসলামের মূল ভিত্তি হলো কালেমা তায়্যিবা। কালেমা তায়্যিবা অর্থ হলো পবিত্র বাক্য। এ কালেমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না।
কালেমা তায়্যিবা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
অর্থঃ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। হযরত মূহাম্মদ (স) আল্লাহর রাসুল।
অন্যদিকে কালেমা শাহাদাত হলো- সাক্ষ্য দানের বাক্য। অর্থাৎ এ কালেমা দ্বারা ইমানের সাক্ষ্য দেওয়া হয়। আল্লাহ ও তাঁর রাসুলকে বিশ্বাস করে, কলেমা শাহাদাত পাঠ করে আল্লাহর উপর ইমান আনতে হয়।