যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা (অধ্যায় ৬)

story telling এসো নিজে করি

সুমির ৪০ টি রং পেনসিল আছে । সে পেনসিলগুলো সমান ৫ ভাগে ভাগ করলো এবং ২ ভাগ ঊর্মিকে দিল । ঊর্মি কয়টি পেনসিল পেল ?


১। ৪০ টি পেনসিল সমান ৫ ভাগে ভাগ করি

৪০ ÷ ৫  =

এক ভাগে টি পেনসিল ।


২। ঊর্মি কয়টি পেনসিল পাবে ?

৮ (পেনসিল) ⨯ ২(ভাগ)  =

১৬

ঊর্মি টি পেনসিল পেল ।