যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা (অধ্যায় ৬)
অনুশীলনী
১. ডিউক প্রতি মাসে ৯০ টাকা বৃত্তি পায়। ৬ মাসে সে যত টাকা পায় তা থেকে পিটারকে ৮০ টাকা দেয়। ডিউকের কাছে কত টাকা অবশিষ্ট থাকে ?
৪৬০ টাকা।
২. একটি প্যাকেটে ৪৫ টি লজেন্স আছে। এগুলো থেকে ১০ টি লজেন্স একপাশে রাখা হলো এবং বাকি লজেন্সগুলো ৫ জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পেল ?
প্রত্যেক শিশু ৭ টি করে লজেন্স পেল।
৩. একটি ঝুড়িতে ৩০ টি আম আছে। অন্য ঝুড়িতে ২৪ টি আম আছে। দুইটি ঝুড়ির আম একত্রে রাখা হলো এবং তা ৬ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রতি জন কয়টি করে আম পেল ?
প্রতি জন ৯ টি করে আম পেল।
৪. মিনার ওজন ২২ কেজি। তার পিতার ওজন তার থেকে ৩ গুণ। তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক। ভাইয়ের ওজন কত ?
মিনার ভাইয়ের ওজন ৩৩ কেজি।




