বীরপুরুষ

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

টগবগিয়ে

বাক্য দেখি

ঘোড়া টগবগিয়ে ছুটে চলে।

রাঙা

বাক্য দেখি

পূর্ব আকাশ রাঙা হয়ে উঠেছে।

পাট

বাক্য দেখি

সূর্য পাটে ঢলে পড়েছে।

জোড়াদিঘি

বাক্য দেখি

গ্রামের জোড়াদিঘিটি দেখতে খুবই সুন্দর।

স্মরণ

বাক্য দেখি

সবসময় আল্লাহকে স্মরণ করলে খারাপ কাজ থেকে দূরে থাকা যায়।

বেয়ারা (বেহারা)

বাক্য দেখি

দুপুরের রোদের তীব্রতায় বেয়ারাগুলো হাঁপাচ্ছে।

থরোথরো

বাক্য দেখি

ভয়ে লোকগুলো থরোথরো করে কাঁপছে।

ঝনঝনিয়ে

বাক্য দেখি

কাঁসার থালাটি মাটিতে পড়ে ঝনঝনিয়ে উঠল।

দুর্দশা

বাক্য দেখি

গরীবের দুঃখ-দুর্দশা দেখে তাঁর মন খারাপ হয় গেল।

সোঁতা

বাক্য দেখি

মরা নদীর সোঁতা দূরে মিলিয়ে গেছে।