বীরপুরুষ

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

টগবগিয়ে - পানি ফুটবার মতো শব্দ করে; ধাবমান ঘোড়ার পায়ের শব্দ করে।
রাঙা - রঙিন; রক্তবর্ণ; গৌরবর্ণ।
পাট - আকাশের পশ্চিম দিকের শেষ ভাগ; অস্তাচল; যেখানে সূর্য ডোবে।
জোড়াদিঘি - যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে।
স্মরণ - মনে করা; স্মৃতি; ধ্যান; চিন্তা।
বেয়ারা (বেহারা) - যারা কাঁধে পালকি বহন করে; বাহক; চাপরাশি।
থরোথরো - প্রচন্ড কম্পন; ভয়ে কাঁপা।
ঝনঝনিয়ে - ঝনঝন শব্দ করে।
দুর্দশা - খারাপ অবস্থা; কষ্ট; দুরাবস্থা; দুর্গতি; খারাপ বা দুঃখজনক অবস্থা।
সোঁতা - ক্ষীণ স্রোত বা প্রবাহ; ধারা।
তলোয়ার - এক ধরণের অস্ত্র।
কাটা - কেটে ফেলা।
লড়াই - যুদ্ধ; সংগ্রাম।
ঠাকুর - ঈশ্বর; ভগবান।
ভয়ানক - ভয়াবহ; ভয়ংকর।