বীরপুরুষ

জেনে নিই

জেনে নিই।

শিশুরা কল্পনা করতে ভালোবাসে। এই কবিতাটি তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা। কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়। পথে সে ডাকাতদের মোকাবেলা করে, বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে।

নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নিই ও শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি।

কাটা

: অঘ্রাণ মাস্যা ধান কাটা শেষ হয়েছে।

কাঁটা

: চোরাকাঁটায় মাঠ ভরে আছে।

কোন

: তুমি কোন কাজ করবে?

কোণ

: ঘরের কোণে বসে থাকলে চলবে না, কাজে নেমে পড়ো।

পরে (পশ্চাতে)

: বাক্য দিতে হবে

পরে (উপরে)

: বাক্য দিতে হবে

মাথা (অঙ্গ বিশেষ)

: বাক্য দিতে হবে

মাথা (প্রধান)

: বাক্য দিতে হবে

গাঁ (গ্রাম)

: বাক্য দিতে হবে

গা (শরীর)

: বাক্য দিতে হবে

'বীরপুরুষ' কবিতায় 'ধূ-ধূ' শব্দ আছে, এ রকম আরও শব্দের ব্যবহার জেনে নিই।

ধূ-ধূ

: চারদিকে মানুষজন নেই, গ্রামটা যেন ধূ-ধূ করছে।

হু-হু

: হু-হু করে হাওয়া বইছে।

সোঁ-সোঁ

: সোঁ-সোঁ করে বাতাস ছুটছে।

ঝনঝন

: কাঁচের আয়নাটা ঝনঝন করে ভেঙ্গে গেল।

ভনভন

: ময়লা জায়গাটায় ভনভন করে মাছি উড়ছে।