বীরপুরুষ

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে?

খোকা মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে।

২। মা ও খোকা কীভাবে যাচ্ছে?

শিশুরা কল্পনা করতে ভালোবাসে। এই কবিতাটিও তেমন এক ছোট্ট শিশুর কল্পনা। কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায়। মা পালকিতে চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছে। আর খোকা রাঙা ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে মায়ের পাশে পাশে যাচ্ছে।

৩। তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছাল? এমন সময় কী ঘটল?

সন্ধ্যাবেলায় সূর্য যখন আস্ত গেল, তাঁরা তখন জোড়াদিঘির মাঠে পৌঁছাল। খোকা যখন জোড়াদিঘির মাঠে পৌঁছাল তখন চারিদিক জনমানবহীন ছিল। এমন সময় হাঁরে রে রে রে রে রে ডাক দিয়ে ডাকাতরা তাঁদের দিকে ছুটে এল। তখন খোকা বীরপুরুষের মত ডাকাতদের সাথে যুদ্ধ করল। খোকার তলোয়ারের আঘাতে কিছু ডাকাত মারা গেল। বাকি ডাকাতরা ভয়ে পালিয়ে গেল। এভাবে খোকা মাকে রক্ষা করল।

৪। বেয়ারারা কোথায় পালাল?

মা পালকিতে চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে যাচ্ছিল। তাঁরা যখন জোড়াদিঘির মাঠে পৌঁছাল তখন হঠাৎ ডাকাত দল আক্রমণ করল। আর তখন বেয়ারারা অর্থাৎ যারা পালকি বহন করছিল তাঁরা ডাকাতদের ভয়ে পালকি ছেড়ে পাশের কাঁটাবনে পালাল।

৫। 'ভাগ্যে খোকা সঙ্গে ছিল'- মা একথা বললেন কেন?

ডাকাতদের আক্রমণ থেকে খোকা তাঁর মাকে রক্ষা করে। খোকা এসময় সাথে না থাকলে ডাকাতদল তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ত। মা ও বেয়ারাদের অনেক দুঃখ ও দুর্দশা হতো। এমনকি তাঁরা ডাকাতদলের হাতে নিহতও হতে পারত। খোকা সঙ্গে থাকায় বিপদের হাত থেকে মা সহজেই রক্ষা পেয়েছেন। তাই মা গর্ব ভরে বলেছে-‘ভাগ্যে খোকা সঙ্গে ছিল’।

৬। বীরপুরুষ কে? সে কাদের হারিয়ে বীরপুরুষ হলো?

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতার ছোট্ট খোকাই বীরপুরুষ। খোকা তাঁর মাকে নিয়ে বিদেশ ঘুরতে যাওয়ার সময় এক সন্ধ্যায় তাঁরা জোড়াদিঘির মাঠে এসে পৌঁছাল। এমন সময় ডাকাত দল আক্রমণ করল। বেয়ারারা ভয়ে কাঁটাবনে গিয়ে পালাল। আর খোকা ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বীরের মত ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ডাকাতদের অনেকে ভয়ে পালিয়ে গেল। আবার অনেকের মাথা কাটা পড়ল। এভাবে ডাকাতদের পরাজিত করে খোকা বীরপুরুষ হলো।

৭। মা ডাকাতদের ভয়ে কী করেছিল?

হঠাৎ ডাকাতদের আক্রমণে মা ভয়ে পালকির এক কোণে বসেছিল। আর ঠাকুর দেবতার নাম স্মরণ করছিলেন।

৮। বেয়ারাগুলো কাঁপছে কেন?

ডাকাতদের ভয়ে বেয়ারাগুলো ভয়ে পাশের কাঁটাবনে লুকিয়েছিল। খোকা আর ডাকাতদের ভয়ানক যুদ্ধ দেখে প্রাণ হারানোর আশংকায় তাঁরা কাঁপছিল ।

৯। ডাকাতগুলোর কী অবস্থা হলো?

ডাকাতদের সাথে খোকার ভয়ানক যুদ্ধে খোকার ঢাল তলোয়ারের আঘাতে অনেকের মাথা কাটা পড়লো। আবার অনেক ডাকাত ভয়ে পালিয়ে গেল।

১০। মা খোকাকে চুমো খেয়ে কোলে তুলে নিলেন কেন?

খোকা একাই ডাকাতদের সাথে যুদ্ধ করেছে। সব ডাকাতদের পরাজিত করে রক্তমাখা গায়ে মায়ের কাছে বিজয় বেশে এসেছে। তাই মা খোকার বীরত্বে তাকে আদর করে চুমো দিয়ে কোলে তুলে নিলেন।