রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম: ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন।
তিনি শুধু কবি নন, কথাসাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ।
'বীরপুরুষ' কবিতাটি তাঁর 'শিশু' কাব্যগ্রন্থের অন্তর্গত। ১৯১৩ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য রচনাবলি: তাঁর রচনা ভাণ্ডার বিশাল। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক রচনা করেছেন। এ ছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন।
মৃত্যু: ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।