বীরপুরুষ

activities বিপরীত শব্দ

বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

সাহস
স্বদেশ
কাছে
সন্ধ্যা
আঁধার
পর
অল্প
ক) ভয়
বাক্য দেখি

সাহসের কাছে সবাই পরাজিত হয়।

খ) বিদেশ
বাক্য দেখি

স্বদেশপ্রেম একটি মহৎ গুণ।

গ) দূরে
বাক্য দেখি

বিড়ালটি সব সময় খুকুর কাছে কাছে ঘুরে বেড়ায়।

ঘ) সকাল
বাক্য দেখি

সন্ধ্যা হলে পৃথিবীতে অন্ধকার নেমে আসে।

ঙ) আলো
বাক্য দেখি

রাতের অন্ধকারে ঠিকমত রাস্তাঘাট দেখা যাচ্ছে না।

চ) আপন
বাক্য দেখি

সমাজে আমরা আপন পর সকলে মিলেমিশে বাস করি।

ছ) অনেক
বাক্য দেখি

জামান সাহেব ভীষণ অল্প কথার মানুষ।