নেমন্তন্ন

activities এসো নিজে করি

ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।

ক) লোকটি আয়েশ করে খেতে চায়

খ) লোকটি চাংড়িপোতা যাচ্ছে

গ) শুধু ভজন নয়, সাথে আছে

ঘ) লোকটি খেতে চায়

ঘ) বাঃ কী ফলার

প্রসাদ ভোজন

সবরি কলার

রাবড়ি পায়েস

ভজন শুনতে

ছানার পোলাও

সঠিক উত্তরটি বলি ও টিক চিহ্ন দেই।

ক। নেমন্তন্ন কবিতাটি কোন কবির লেখা?

সত্যেন্দ্রনাথ

রবীন্দ্রনাথ ঠাকুর

অন্নদাশঙ্কর রায়

সানাউল হক

খ। কদলী শব্দের সমার্থক শব্দ কোনটি?

আম

কলা

জাম

লিচু

গ। চাংড়িপোতায় কীসের নেমন্তন?

বিয়ে

জন্মদিন

ভজন

শ্রাদ্ধ

ঘ। ভজন ও ভোজন শব্দের পার্থক্য-

ব্যবহারিক

অর্থগত

বর্ণগত

কোনো পার্থক্য নেই

ঙ। নেমন্তন্ন শব্দের অর্থ কী?

নিমন্ত্রণ

খাওয়া-দাওয়া

উৎসব

বিয়ে

চ। অন্নদাশঙ্কর রায় কত সালে জন্মগ্রহণ করেন?

১৯০৫ সালের ৫ই মে

১৯০৫ সালের ১৫ই মে

১৯০৫ সালের ৫ই আগস্ট

১৯০৫ সালের ১৫ই আগস্ট

ছ। অন্নদাশঙ্কর রায় কত সালে মৃত্যুবরণ করেন?

২০০২ সালের ২৯শে অক্টোবর

২০০২ সালের ২১শে অক্টোবর

২০০২ সালের ২৮শে অক্টোবর

২০০২ সালের ২৬শে অক্টোবর

জ। “নেমন্তন্ন” অন্নদাশঙ্কর রায়ের একটি-

কবিতা

গল্প

কাব্য

ছড়া