নেমন্তন্ন

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। লোকটি কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে?

লোকটি চাংড়িপোতা নামক স্থানে ভজন শুনতে যাচ্ছে।

২। এ কবিতায় কী কী খাবারের নাম উল্লেখ আছে?

এ কবিতায় যেসব খাবারের নাম উল্লেখ আছে সেগুলো হলো- ছানার পোলাও,সরপুরিয়া, রাবড়ি, পায়েস, ক্ষীর, কদলী, ফলার, সবরি কলা ও ফজলি আম।

৩। কোন খাবার সে আয়েস করে খেতে চায়?

রাবড়ি পায়েস সে আয়েস করে খেতে চায়।

৪। লোকটি কোন কোন ফল খেতে চায়?

লোকটি ফজলি আম ও সবরি কলা খেতে চায়।

৫। সে কোন আম খেতে চাইছে?

সে ফজলি আম খেতে চাইছে।

৬। লোকটি তাঁর বন্ধুকে সাথে নিতে চায় না কেন?

লোকটি তাঁর বন্ধুকে সাথে নিতে চায় না কারণ সে ভাবছে বন্ধু সাথে গেলে যদি খাবার কম হয়।

৭। ক্ষীর ও কদলী কী? দুটি বাক্যে লিখ।

ক্ষীর হলো দুধের তৈরি এক ধরণের মিষ্টান্ন এবং কদলী হলো কলা।

৮। সরপুরিয়া কী দিয়ে তৈরি হয়?

সরপুরিয়া হলো দুধের সর দিয়ে তৈরি এক রকম মিষ্টি। এটি খেতে বেশ সুস্বাদু।

৯। প্রসাদ ভোজন বলতে কী বোঝায়?

প্রসাদ ভোজন হচ্ছে আশীর্বাদ বা দোয়া হিসেবে খাওয়া দাওয়া।