নেমন্তন্ন

activities বিপরীত শব্দ

বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লেখ-

ক) শিশুটি মিষ্টি খেতে পছন্দ করে।
 
উত্তর দেখি

উত্তর শিশুটি মিষ্টি খেতে অপছন্দ করে।

খ) শিক্ষক বললেন, এবার থামো।
 
উত্তর দেখি

উত্তর শিক্ষক বললেন, ‘এবার চলো’।

গ) মিনার বেড়াতে যেতে খুব ইচ্ছা হলো।
 
উত্তর দেখি

উত্তর মিনার বেড়াতে যেতে খুব অনিচ্ছা হলো।

ঘ) চাংড়িপোতায় যেতে লোকটির এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল।
 
উত্তর দেখি

উত্তর চাংড়িপোতায় যেতে লোকটির এক শত্রুর সাথে দেখা হয়ে গেল।

ঙ) ভজনপ্রিয় লোকটি ছিল নির্লোভী।
 
উত্তর দেখি

উত্তর ভজনপ্রিয় লোকটি ছিল লোভী।