নেমন্তন্ন

story telling বাক্য রচনা

নশব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

ভজন

বাক্য দেখি

প্রতি সপ্তাহে মন্দিরে ভজন কীর্তনের আয়োজন করা হয়।

প্রসাদ

বাক্য দেখি

পুজা-অর্চনার শেষে প্রসাদ পুজারি প্রসাদ বিতরণ করেন।

ভোজন

বাক্য দেখি

আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

সাধ

বাক্য দেখি

সুস্বাদু মিষ্টান্ন খেতে সাধ জাগে।

সরপুরিয়া

বাক্য দেখি

সরপুরিয়া খেতে ভারি মজা।

আয়েস

বাক্য দেখি

বড়বাবু আয়েস করে চৌকিতে বসে আছেন।

রাবড়ি

বাক্য দেখি

রাবড়ি খেতে ভারি মিষ্টি।

ক্ষীর

বাক্য দেখি

দুধ জমিয়ে ক্ষীর তৈরি করা হয়।

কদলী

বাক্য দেখি

ভোজনে কদলী খেতে দেয়া হয়েছে।

ফলার

বাক্য দেখি

মায়ের হাতে তৈরি ফলার খুব সুস্বাদু।

ফজলি আম

বাক্য দেখি

বাংলাদেশের রাজশাহী জেলায় খুব ফজলি আম পাওয়া যায়।

সবরি কলা

বাক্য দেখি

বাচ্চারা সবরি কলা খুব পছন্দ করে।