নেমন্তন্ন

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

ভজন - দেব-দেবীর আরাধনা।
প্রসাদ - আশির্বাদ বা দোয়া উপলক্ষ্যে খাওয়া-দাওয়া।
ভোজন - খাওয়া-দাওয়া।
সাধ - ইচ্ছা।
সরপুরিয়া - দুধের সর দিয়ে তৈরি এক রকম মিষ্টি।
আয়েস - আরাম।
রাবড়ি - খুবই মিষ্টি এক প্রকার খাবার।
ক্ষীর - দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন।
কদলী - কলা।
ফলার - কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি খাবার।
ফজলি আম - খুবই সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম।
সবরি কলা - একরকম কলার নাম।
পোলাও - ঘি, তেল ইত্যাদি দিয়ে রান্না করা ভাত।
ছানা - দুধ দিয়ে তৈরি এক রকমের খাবার; এক রকম মিষ্টান্ন।।

একই অর্থ হয় এবং শব্দগুলো জেনে নিই।

নেমন্তন্ন - নিমন্ত্রণ, দাওয়াত।
সাধ - ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা।
বিয়ে - বিবাহ, পরিণয়, সাদি।
আয়েস - আরাম।
কদলী - কলা।
বাবুজি - ভদ্র হিন্দুর নামের সঙ্গে যুক্ত উপাধি; সৌখিন লোক।