অন্নদাশঙ্কর রায়
জন্ম: অন্নদাশঙ্কর রায় ১৯০৫ সালের ১৫ই মে ভারতের উড়িষ্যা রাজ্যের ঢেঙ্কানল জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। সরকারি চাকরিতে যোগ দিয়ে ১৯২৬ সালে তিনিন প্রশিক্ষণের জন্য বিলাত যান।
তিনি একজন বিখ্যাত ছড়াকার। প্রবন্ধ, ভ্রমণকাহিনী এবং উপন্যাসও লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: 'পথে প্রবাসে', 'বিনুর বই', 'উড়কি ধানের মুড়কি', 'রাঙা ধানের খৈ' প্রভৃতি।
মৃত্যু: অন্নদাশঙ্কর রায় ২০০২ সালের ২৮এ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।