- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
এসো নিজে করি
ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ক) বিদ্যুৎ চমকালে
কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
খ)
পতনের মূল।
গ) কী হয়েছে, এত
হয়ে আছ কেন?
ঘ) বনের সিংহ
দিলে মানুষের মনে ভয় জাগে।
ঙ) নিজের কলমটা খুঁজে না পেয়ে সে
বাধিয়ে দিয়েছে।
চ)
ওপারে কী আছে কেউ জানে না।
ছ) মেজাজ
বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।
জ) তুমি এত
কেন? কী হয়েছে?
ঝ) হাতির অত্যাচারে অন্য প্রাণীরা
হয়ে উঠেছে।
ঞ) হাতিটাকে শায়েস্তা করতে পেরে সবাই
মেতে ওঠে।
ট) আমাদের উচিৎ জ্ঞানী ব্যাক্তিদের
করা।
ঠ) বাঘের
খেয়ে হরিণগুলো ছুটে পালালো।
ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।
ক। বনের সব প্রাণী কার কাছে এসে জলো হলো
বাঘ
শিয়াল
হাতি
সিংহ
খ। কার জন্য বনে আবার শান্তি এলো
সিংহ
শিয়াল
ভালুক
বাঘ
গ। হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেয়া হলো?
শিয়াল সাঁতার জানে
শিয়াল খুব সাহসী
শিয়াল বুদ্ধিমান
শিয়াল হাতির বন্ধু
ঘ। হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি?
হাতির অহংকার
হাতির লম্বা শুড়
হাতির ভারী শরীর
হাতির বোকামি
ঙ। হাতিকে বাঁচানারে জন্য কেউ এগিয়ে এলো না কেন?
হাতির অত্যাচারের জন্য
হাতি খুব বড় বলে
হাতির ভয়ে
হাতি সাঁতার জানে বলে
কর্ম-অনুশীলন।
একটি গল্প লেখার চেষ্টা করি। প্রথমে শিক্ষকের সহায়তায় ২/৩টি সাদা কাগজ নিই। সেগুলোকে একটি ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করি। এখন প্রতিটি কাগজের এক পাশে নিচের দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি। আর উপরের অর্ধেকে নিজের খুশিমতো ছবি আঁকি। লেখা শেষে উপরে একটা কভার পৃষ্ঠা যোগ করি। সে-পৃষ্ঠায় গল্পের একটা নাম দিই ও লিখি, নিজের নাম লিখি এবং ইচ্ছামতো ছবি আঁকি। এভাবে নিজের লেখা একটি গল্পের বই তৈরি করি।








