আমার বাংলা বই

ব্যাকরণ

নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি।

বিশেষ্য ক্রিয়া বিশেষণ সর্বনাম অব্যয়
 

দুষ্টু

হাতি

বুদ্ধিমান

এবং

আমি

চায়

ক্রিয়াপদের চলিত রূপ

সেও নদীতে নামিয়া পড়িল।

উত্তর দেখি

সেও নদীতে নেমে পড়ল।

হাতি তো শিয়ালের কথা শুনিয়া মহাখুশি।

উত্তর দেখি

হাতি তো শিয়ালের কথা শুনে মহাখুশি।

এই বলিয়া শিয়াল নদীতে দিল ঝাঁপ।

উত্তর দেখি

এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ।

বলিল, শিয়াল ভায়া, আমাকে বাঁচাও।

উত্তর দেখি

বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও।

তাহাকে বাঁচাইবে কে?

উত্তর দেখি

তাঁকে বাঁচাবে কে?

এক কথায় প্রকাশ

শক্তি আছে যার

উত্তর দেখি

শক্তিমান

অহংকার নেই যার

উত্তর দেখি

নিরহংকারী

খারাপ মেজাজ

উত্তর দেখি

তিরিক্ষি

যেখানে মানুষ বসবাস করে

উত্তর দেখি

লোকালয়

বিন্দুর মতো ছোট

উত্তর দেখি

বিন্দুসদৃশ

সমার্থক শব্দ

বন - অরণ্য, জঙ্গল
মেদেনী - পৃথিবী, ধরা
শরীর - দেহ, তনু
হাতি - গজ, হস্তী
গাছ - বৃক্ষ, অটবি
পানি - বারি, জল