আমার বাংলা বই

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

দিগন্ত - প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সাথে মিশে গেছে বলে মনে হয়।
অহংকার - গর্ব, নিজেকে বড় মনে করা।
তিরিক্ষি - খারাপ মেজাজ।
তুলকালাম কান্ড - এলাহি কাণ্ড।
তুঙ্কার - চিৎকার।
মেদিনী - পৃথিবী।
তটস্থ - ব্যতিব্যস্ত।
শঙ্কিত - ভীত।
শক্তিধর - শক্তি আছে যার।
আস্তানা - বাসস্থান।
উদগ্রীব - খুব আগ্রহী।
সমস্বরে - একসাথে কথা বলা বা শব্দ করা।
রাজত্ব - রাজ্যের অধিকার।
তোলপাড় - গণ্ডগোল।
মস্ত - অনেক বড়।
বরণ - সাদরে গ্রহণ।