- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
শব্দার্থ
শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
দিগন্ত - প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সাথে মিশে গেছে বলে মনে হয়।
অহংকার - গর্ব, নিজেকে বড় মনে করা।
তিরিক্ষি - খারাপ মেজাজ।
তুলকালাম কান্ড - এলাহি কাণ্ড।
তুঙ্কার - চিৎকার।
মেদিনী - পৃথিবী।
তটস্থ - ব্যতিব্যস্ত।
শঙ্কিত - ভীত।
শক্তিধর - শক্তি আছে যার।
আস্তানা - বাসস্থান।
উদগ্রীব - খুব আগ্রহী।
সমস্বরে - একসাথে কথা বলা বা শব্দ করা।
রাজত্ব - রাজ্যের অধিকার।
তোলপাড় - গণ্ডগোল।
মস্ত - অনেক বড়।
বরণ - সাদরে গ্রহণ।







