আমার বাংলা বই

story telling বাক্য রচনা

যেকোনো একটা প্রাণী সম্পর্কে বলি এবং পাঁচটি বাক্যের একটা অনুচ্ছেদ রচনা করি।

রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় প্রাণী। সুন্দরবনের গভীর জঙ্গলে এই হিংস্র প্রাণীটি বাস করে। রয়েল বেঙ্গল টাইগার শব্দহীনভাবে তার শিকারকে অনুসরণ করে। সুযোগমতো আচমকা আক্রমণে প্রাণীটিকে শিকার করে থাকে। এ বাঘগুলো ক্রমেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।