আমার বাংলা বই

activities বিপরীত শব্দ

বিপরীত শব্দ জেনে নিই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি।

সুন্দর কুৎসিত
অহংকার নিরহংকার
ভয় সাহস
বুদ্ধি নির্বুদ্ধি
স্বাধীন পরাধীন
সুখ দুঃখ

ক) আমরা

দেশের অধিবাসী।

খ)

পতনের মূল।

গ) চেহারা নয়, আসল

হলো মানুষের মন।

ঘ) মনে

থাকলে কোনো কিছু করা সম্ভব নয়।

ঙ) সামির নিজের বোকামির জন্য

পেল।

চ) সে

দিয়ে পরিস্থিতি মোকাবেলা করল।

বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

দূর্বল
অশান্তি
প্রতিধ্বনি
অসভ্য
ক) শান্তি
বাক্য দেখি

অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে।

খ) সভ্য
বাক্য দেখি

বাক্য

গ) ধ্বনি
বাক্য দেখি

বাক্য

ঘ) শক্তিশালী
বাক্য দেখি

বাক্য