১. প্রশ্নঃ পাঁচটি ফুলের নাম লিখুন।
উত্তরঃ ক) গোলাপ
খ) জবা
গ) সূর্যমুখী
ঘ) গাঁদা
ঙ) পদ্ম
২. প্রশ্নঃ কোন ফুলকে ফুলের রানী বলা হয়?
উত্তরঃ গোলাপকে ফুলের রানী বলা হয়।
৩. প্রশ্নঃ কোন ফুল সর্বদা সূর্যের মুখোমুখি হয়?
উত্তরঃ সূর্যমুখী।
৪. প্রশ্নঃ মিষ্টি গন্ধযুক্ত দুটি ফুলের নাম লিখ।
উঃ গোলাপ এবং রজনীগন্ধা।
৫. প্রশ্নঃ গন্ধ নেই এমন দুটি ফুলের নাম লিখ।
উত্তরঃ ডালিয়া এবং জবা।
৬. প্রশ্নঃ পানিতে ফোটে এমন দুটি ফুলের নাম লিখ।
উত্তরঃ শাপলা এবং পদ্ম।