- সূচিপত্র
- ১. বাংলাদেশ
- ২. দিন-সপ্তাহ ও বর্ষপঞ্জী
- ৩. আমাদের মুক্তিযুদ্ধ
- ৪. সূর্য, চন্দ্র, তারকারাজি ও গ্রহ সমূহ
- ৫. মহাদেশ ও মহাসাগর
- ৬. কয়েকটি দেশ এবং তাদের রাজধানী ও মুদ্রার নাম
- ৭. কিছু দেশের জনপ্রিয়তার কারণ
- ৮. মানব দেহ
- ৯. বাংলাদেশের যানবাহন
- ১০. ফুল
- ১১. ফল
- ১২. রঙ
- ১৩. আমাদের চারপাশের প্রাণী সমূহ
- ১৪. ANIMALS AND THEIR BABIES (প্রাণীসমূহ এবং তাদের শাবক)
- ১৫. HOME OF ANIMALS (প্রাণীদের বাসস্থান)
- ১৬. পাখি
- Home
- সাধারণ জ্ঞান
বাংলাদেশ
পাঠ ১
বাংলাদেশ
১. প্রশ্নঃ আমাদের দেশের নাম কী?
উত্তরঃ আমাদের দেশের নাম বাংলাদেশ।
২. প্রশ্নঃ বাংলাদেশের রাজধানী কী?
উত্তরঃ ঢাকা বাংলাদেশের রাজধানী।
৩. প্রশ্নঃ বাংলাদেশের ভাষা কী?
উত্তরঃ বালাদেশের ভাষা হচ্ছে বাংলা।
৪. প্রশ্নঃ বাংলাদেশের মুদ্রার নাম কী?
উত্তরঃ বাংলাদেশের মুদ্রার নাম টাকা।
৫. প্রশ্নঃ আমাদের জাতীয় পতাকার রঙ কয়টি?
উত্তরঃ আমাদের জাতীয় পতাকার রঙ দুইটি।
৬. প্রশ্নঃ আমাদের জাতীয় পতাকার রঙ কী?
উত্তরঃ জাতীয় পতাকার রং লাল ও সবুজ।
৭. প্রশ্নঃ আমাদের জাতীয় সংগীত কোনটি?
উত্তরঃ আমাদের জাতীয় সংগীত হলো ‘আমার সোনার বাংলা’।
৮. প্রশ্নঃ আমাদের জাতীয় সংগীত কে লিখেছেন?
উত্তরঃ আমাদের জাতীয় সংগীত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ।
৯. প্রশ্নঃ আমাদের জাতীয় কবি কে?
উত্তরঃ আমাদের জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম’।
১১. প্রশ্নঃ আমাদের জাতীয় ফল কী?
উত্তরঃ আমাদের জাতীয় ফল কাঁঠাল।
১০. প্রশ্নঃ আমাদের জাতীয় ফুল কী?
উত্তরঃ শাপলা আমাদের জাতীয় ফুল।
১২. প্রশ্নঃ আমাদের জাতীয় গাছ কী?
উত্তরঃ আম গাছ আমাদের জাতীয় গাছ।
১৩. প্রশ্নঃ আমাদের জাতীয় পশু কী?
উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু।
১৪. প্রশ্নঃ আমাদের জাতীয় পাখি কী?
উত্তরঃ দোয়েল আমাদের জাতীয় পাখি।
১৫. প্রশ্নঃ আমাদের জাতীয় মাছ কী?
উত্তরঃ ইলিশ আমাদের জাতীয় মাছ।
