আমাদের চারপাশের প্রাণী সমূহ

  পাঠ ১৩

আমাদের চারপাশের প্রাণী সমূহ

১. প্রশ্নঃ পাঁচটি প্রাণীর নাম লিখ।

উত্তরঃ ক) হাতি
খ) ঘোড়া
গ) বাঘ
ঘ) সিংহ
ঙ) বানর

২. প্রশ্নঃ কোন প্রাণীকে পশুর রাজা বলা হয়?

উত্তরঃ সিংহকে পশুর রাজা বলা হয়।

৩. প্রশ্নঃ পাঁচটি গৃহপালিত প্রাণীর নাম লিখ।

উত্তরঃ গরু, ছাগল, ঘোড়া, মহিষ এবং ভেড়া।

৪. প্রশ্নঃ পাঁচটি বন্য প্রাণীর নাম লিখ।

উত্তরঃ হাতি, বাঘ, সিংহ, ভালুক এবং চিতা।

৫. প্রশ্নঃ তিনটি পোষা প্রাণীর নাম লিখ।

উত্তরঃ বিড়াল, কুকুর এবং খরগোশ।

৬. প্রশ্নঃ কোন প্রাণীর দীর্ঘ শুঁড় রয়েছে?

উত্তরঃ হাতির দীর্ঘ শুঁড় রয়েছে।

৭. প্রশ্নঃ কোন প্রাণীটির দীর্ঘ গলা রয়েছে?

উত্তরঃ জিরাফের দীর্ঘ গলা রয়েছে।

৮. প্রশ্নঃ কোন প্রাণী খুব দ্রুত দৌড়াতে পারে?

উত্তরঃ চিতা খুব দ্রুত দৌড়াতে পারে।

৯. প্রশ্নঃ কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমাতে পারে?

উত্তরঃ ঘোড়া দাঁড়িয়ে ঘুমাতে পারে।

১০. প্রশ্নঃ একটি কাঁকড়ার কয়টি পা আছে?

উত্তরঃ একটি কাঁকড়ার দশটি পা আছে।

১১. প্রশ্নঃ মাকড়সার কয়টি পা রয়েছে?

উত্তরঃ একটি মাকড়সার আটটি পা রয়েছে।

১২. প্রশ্নঃ একটি অক্টোপাসের কয়টি পা রয়েছে?

উত্তরঃ একটি অক্টোপাসের আটটি পা রয়েছে।