১. প্রশ্নঃ রংধনুটিতে কতটি রঙ রয়েছে? তাদের নাম লিখ।
উত্তরঃ রংধনুতে সাতটি রঙ রয়েছে।
এগুলো হলঃ- লাল, কমলা, হলুদ, সবুজ, আসমানি, নীল এবং বেগুনি।
২. প্রশ্নঃ আকাশের রঙ কী
উত্তরঃ আকাশের রঙ নীল।