১. প্রশ্নঃ পাঁচটি ফলের নাম লিখ।
উত্তরঃ ক) আম
খ) কলা
গ) আপেল
ঘ) কমলা
ঙ) কাঁঠাল
২. প্রশ্নঃ কোন ফল কে ফলের রাজা বলা হয়?
উত্তরঃ আমকে ফলের রাজা বলা হয়।
৩. প্রশ্নঃ দুটি মিষ্টির ফলের নাম লিখ।
উত্তরঃ আম এবং কলা।
৪. প্রশ্নঃ দুটি টক ফলের নাম লিখ।
উত্তরঃ তেঁতুল ও কামরাঙা।
৫. প্রশ্নঃ একটি বীজযুক্ত দুটি ফলের নাম লিখ।
উত্তরঃ আম এবং লিচু।
৬. প্রশ্নঃ দুটি বীজযুক্ত দুটি ফলের নাম লিখ।
উত্তরঃ তরমুজ ও পেঁপে।