কুরআন মজিদ শিক্ষা

  পাঠ ৫

প্রশ্নঃ

১। কুরআন মজিদ কাদের পবিত্র ধর্মগ্রন্থ?
২। কুরআন মজিদের ভাষা কী?
৩। আরবি বর্ণমালা কয়টি?
৪। আরবি হরফগুলো কোন দিক থেকে পরতে ও লিখতে হয়?
৫। আরবি হরফগুলো লিখ।
৬। নুকতা কাকে বলে?
৭। নুকতাযুক্ত হরফ কয়টি ও কী কী লিখ।
৮। নুকতাবিহীন হরফ কয়টি ও কী কী লিখ।