দৈনন্দিন জীবনে ইসলাম
পাঠ ৬
প্রশ্নঃ
১। কারো সাথে দেখা হলে আমরা কী বলব?
২। সালামের জবাব কীভাবে দিতে হয়?
৩। শয়তানের প্রভাব থেকে বাঁচার জন্য কোন দোয়া পড়তে হয়?
৪। কোনো ভালো কাজের আগে কী বলতে হয়?
৫। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কী? কখন ও কেন আলহামদুলিল্লাহ বলতে হয়?
৬। সুবহানাল্লাহ শব্দের অর্থ কী? কখন সুবহানাল্লাহ বলতে হয়?
৭। আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ বললে জান্নাতে কী কী তৈরি হয়?
৮। আলহামদুলিল্লাহ এর মতো আর কি শব্দ ব্যবহার করা হয়? তার অর্থ বল।
৯। ইনশাআল্লাহ শব্দের অর্থ কী? কখন ও কেন ইনশাআল্লাহ বলতে হয়?
১০। নাউযুবিল্লাহ শব্দের অর্থ কী? কখন ও কেন নাউযুবিল্লাহ বলতে হয়?
১১। অনাকাঙ্খিত কোনো অন্যায় বা গুনাহ হয়ে গেলে কী বলতে হয় ? তার অর্থ বল।
১২। জাযাকাল্লাহ খাইর শব্দের অর্থ কী? কখন জাযাকাল্লাহ খাইর বলতে হয়?
১৩। কারও কাছ থেকে বিদায় নেওয়ার সময় কী বলতে হবে? তার অর্থ বল।
১৪। খাওয়া শুরু করার সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
১৫। খাওয়া শেষ করার সময় কোন দোয়া পড়তে হয়? তার তার অর্থ বল।
১৬। খাওয়া শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে খাওয়ার মাঝে স্মরণ আসার পর কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
১৭। টয়লেটে যাওয়ার আগে কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
১৮। টয়লেটে থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? তার অর্থ বল।
১৯। হাঁচি দিলে এবং তার উত্তরে কী কী বলতে হবে? তাদের অর্থ বল।
২০। হাই আসলে কোন দোয়া পড়তে হবে? তার অর্থ বল।