- Home
- ইসলাম ও নৈতিক শিক্ষা
আল্লাহর পরিচয়
পাঠ ১
আল্লাহর পরিচয়
মহান আল্লাহ এক ও অদ্বিতীয় । তিনি সত্তাগতভাবে যেমনি একক তেমনি গুণাবলীতেও অতুলনীয়। অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা। তাঁর কোনো সমকক্ষ নেই। তাঁর কোনো শরিক নেই। তিনিই একমাত্র মাবুদ। গুণাবলীর দিক থেকেও মহান আল্লাহ অদ্বিতীয়। তিনি সকল গুণের আধার। তিনি চিরস্থায়ী, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা, ইত্যাদি। তাঁর তুলনা একমাত্র তিনি নিজেই।
কোন কিছুই সৃষ্টিকর্তা ছাড়া নিজে নিজে সৃষ্টি হয়নি। মহান আল্লাহ তায়ালাই বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্য-অদৃশ্য সবকিছু সৃষ্টি করেছেন। তাঁর কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়নি। তিনি ‘হও’ (কুন) বলার সাথে সাথে সবকিছু সৃষ্টি হয়ে যায়। এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকে তিনি মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন। আবার সমগ্র সৃষ্টজগৎ ধ্বংস করে তিনি পুনরায় সৃষ্টি করতে সক্ষম।
মহান আল্লাহ তায়ালা সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক ও পালনকর্তা। তাঁর হুকুম ও নিয়মেই এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু পরিচালিত হয়। কোনো সৃষ্টিই এই নিয়মের ব্যতিক্রম করতে পারে না। তিনি সর্বশক্তিমান ও প্রজ্ঞাময় এবং তিনি সব বিষয়ে জানেন। ভবিষ্যৎ সম্পর্কে তিনি একমাত্র জ্ঞান রাখেন।
আল্লাহ সব কিছু শোনেন। আল্লাহ সর্বশ্রোতা। মানুষ প্রকাশ্য ও গোপনে যে কথাবার্তা বলে, আলোচনা করে, আল্লাহ তা শোনেন। এমনকি মানুষ মনে মনে যা বলে তাও আল্লাহ শোনেন। তাঁর কাছে কোন কিছুই গোপন থাকে না।
আল্লাহ সৃষ্টির সবকিছু দেখেন। আল্লাহ সর্বদ্রষ্টা। আমরা প্রকাশ্য ও গোপনে যা করি তা তিনি দেখেন। সাগরের তলদেশে ও অন্ধকারে অতি ক্ষুদ্র জীবও দেখতে পারেন। তাঁর কাছে অদৃশ্য কিছুই নেই।
আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ তায়ালা কারো ভালো করতে চাইলে কেউ তার ক্ষতি করতে পারে না। আবার আল্লাহ তায়ালা ক্ষতি করলে তাকে কেউ রোধ করতে পারে না।
মহান আল্লাহ তায়ালার অনেক সুন্দর গুণবাচক নাম আছে। এই গুণবাচক নামসমূহের মাধ্যমে আল্লাহর পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠে। এই নামসমূহকে আসমাউল হুসনা বলা হয়।
এই উত্তম নামসমূহ একমাত্র মহান আল্লাহ তায়ালার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যসমূহ লাভ করা অন্য কারও পক্ষে সম্ভব নয়।
আল্লাহর গুণবাচক নামসমূহ গুণে বা বলে শেষ করা যাবে না। আর এ নামগুলো কোন মানুষের দেওয়া নয়। কুরআন ও হাদিসে আল্লাহর বেশ কিছু নাম বিশেষভাবে উল্লেখিত হয়েছে।
নিম্নে আল্লাহ তায়ালার কিছু গুণবাচক নাম সমূহ অর্থসহ দেওয়া হলো।
| ক্রমিক নং | আল্লাহ তায়ালার গুণবাচক নাম | গুণবাচক নামের অর্থ |
|---|---|---|
| ১ | আর রাহমান | পরম দয়ালু |
| ২ | আর রাহীম | পরম করুণাময় |
| ৩ | আল খালিক | সৃষ্টিকর্তা |
| ৪ | আর রাজ্জাক | রিজিকদাতা |
| ৫ | আল-মালিক | সর্বাধিকারী |
| ৬ | আল কাদীর | সর্বশক্তিমান |
| ৭ | আস-সালাম | শান্তিদাতা |
| ৮ | আল গাফুর | ক্ষমাশীল |
| ৯ | আল হালীম | অতি সহনশীল |
| ১০ | আস সামী | সর্বশ্রোতা |
| ১১ | আল বাসির | সর্বদ্রষ্টা |
| ১২ | আল জাব্বার | পরাক্রমশীল |
| ১৩ | আল আযিয | মহা পরাক্রমশালী |
| ১৪ | আল আলিম | সর্বজ্ঞানী |
| ১৫ | আল হাকিম | মহা প্রজ্ঞাময় |
আমরা আল্লাহর আদেশ অনুযায়ী তাঁর নিয়ামত ভোগ করব। একমাত্র আল্লাহরই আনুগত্য করব। তাঁরই শোকর আদায় করব। আমরা একমাত্র আল্লাহরই আনুগত্য করব। আল্লাহতায়ালার প্রতি এই আনুগত্যের নামই হচ্ছে ইসলাম।
সকল প্রশংসা এবং ইবাদত একমাত্র তাঁরই প্রাপ্য। তাঁর সকল নির্দেশ মেনে চলব ও তাঁর ইবাদত করব। আল্লাহর সন্তুষ্টির জন্য সকল ভাল কাজ করব। কারণ আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য।


