- Home
- ইসলাম ও নৈতিক শিক্ষা
ইমান
পাঠ ২
ইমান
ইসলামের মূল ভিত্তি হচ্ছে ইমান। ইমান অর্থ বিশ্বাস।
ইসলামের মূল বিষয়গুলো অর্থাৎ এক আল্লাহ ও তার নবি-রাসুলগণ এবং তাঁর আসমানি কিতাব সমুহ, ফেরেশতা, আখিরাত, তাকদীর, ইত্যাদি বিষয়ের প্রতি মনেপ্রাণে বিশ্বাস স্থাপন করাকে ইমান বলে।
ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুসারে আমল করাই হল প্রকৃত ইমান।
যে ব্যক্তি এসব বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করে তাকে মুমিন বলে।
ইমানের মৌলিক বিষয় মোট সাতটি। মুমিন হওয়ার জন্য এই সাতটি বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে।
১। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস
২। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস
৩। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস
৪। নবি-রাসুলগণের প্রতি বিশ্বাস
৫। শেষ দিবসের প্রতি বিশ্বাস
৬। তকদিরের প্রতি বিশ্বাস
৭। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস
কালেমা তায়্যিবা
কালেমা অর্থ বাণী বা বাক্য। তায়্যিবা অর্থ হলো পবিত্র। কালেমা তায়্যিবা অর্থ পবিত্র বাণী বা বাক্য।
لَا اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله
উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
অর্থঃ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। হযরত মূহাম্মদ (স) আল্লাহর রাসুল।
কালেমা তায়্যিবা ইমানের মূল কথা। এই কালেমা দ্বারা তাওহিদের, আল্লাহর একাত্ববাদের এবং রিসালাতের অর্থাৎ রাসুল (স) এর প্রতি ইমানের ঘোষণা দেওয়া হয়।
কালেমা শাহাদত
অন্যদিকে কালেমা শাহাদাত হলো- সাক্ষ্য দেওয়ার বাক্য। অর্থাৎ এ কালেমা দ্বারা তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়।
اَشْهَدُ اَنْ لَّا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًاا عَبْدُهُ وَرَسُوْلُه
উচ্চারণঃ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা ও রাসুল।
এই কালিমা দ্বারা আমরা একমাত্র আল্লাহ তায়ালাকেই মাবুদ হিসাবে স্বীকার করে নেই। হযরত মুহাম্মদ (স) কে আল্লাহর বান্দা ও রাসুল হিসেবে সাক্ষ্য দেই। তাওহিদ ও রিসালাতের উপর ইমান আনি। এটি ইসলামের মূল বিষয়।
সুতরাং আমরা শুদ্ধভাবে কালিমা পড়ব এবং কালিমার মর্মার্থ অনুসারে আমল করব।
ইমান মুজমাল
اٰﻣَﻨٛﺖُ ﺑِﺎﻟﻠّٰﻪِ ﻛَﻤَﺎ ﻫُﻮَ ﺑِﺎَﺳٛﻤَﺎﺋِﻪٖ ﻭَﺻِﻔَﺎ ﺗِﻪِ ﻭَﻗَﺒِﻠٛﺖُ ﺟَﻤِﻴٛﻊَ ﺍَﺣٛﻜَﺎﻣِﻪٖ ﻭَﺍَﺭٛﻛَﺎﻧٖﻪِ
উচ্চারণঃ আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমায়িহী ওয়া ছিফাতিহী ওয়া ক্বাবিলতু জামি’আ আহ্কামিহী ওয়া আরকানিহী।
অর্থঃ আমি ঈমান আনলাম আল্লাহর উপর থিক তেমনি যেমন আছেন তিনি, তাঁর সব নাম ও গুণাবলিসহ। আর মেনে নিলাম তাঁর সব হুকুম-আহকাম ও বিধি-বিধান।
ইমান মুফাসসাল
اٰﻣَﻨٛﺖُ ﺑِﺎﻟﻠّٰﻪِ ﻭَﻣَﻠَﺌِﺘِﻪٖ ﻭَﻛُﺘُﺒِﻪٖ ﻭَﺭُﺳُﻠِﻪٖ ﻭَﻳَﻮٛ ﻡِ ﺍﻻٛ ﺧِﺮِ ﻭَﺍﻟٛﻘَﺪٛﺭِ ﺧَﻴٛﺮِ ﻩٖ ﻭَﺷَﺮِّ ﻩٖ ﻣِﻦَ ﺍﻟﻠّٰﻪِ ﺗَﻌَﺎﻟٰﻰ ﻭَﺍﻟٛﺒَﻌٛﺚِ ﺑَﻌٛﺪَﺍﻟٛﻤَﻮٛﺕِ
উচ্চারণঃ আমানতু বিল্লাহি ওয়ামালাইকাতিহী ওয়াকুতুবিহী ওয়ারুসুলিহী ওয়াইয়াওমিল আখিরি ওয়ালকাদরি খাইরিহী ওয়াশাররিহী মিনাল্লাহি তাআলা ওয়াল বা’ছি বা’দাল মাউত।
অর্থঃ আমি ইমান আনলাম আল্লাহ, তাঁর ফেরেশতা, কিতাব ও তাঁর রাসূলগণের উপর। আরও ইমান আনলাম শেষ দিবসে ও তকদিরের ভালমন্দে যা আল্লাহর পক্ষ থেকে হয় এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি।


