ইমান
পাঠ ২
প্রশ্নঃ
০১। ইমান শব্দের অর্থ কী?
০২। ইমান কাকে বলে?
০৩। প্রকৃত ইমান বলতে কী বুঝ?
০৪। মুমিন কাকে বলে?
০৫। ইমানের মৌলিক বিষয় কয়টি ও কী কী?
০৬। কালেমা তায়্যিবার শাব্দিক অর্থ কী? এই কালেমা দ্বারা কী কী ঘোষণা করা হয়েছে?
০৭। কালেমা শাহাদাতের অর্থ কী? এই কালেমা দ্বারা কী কী সাক্ষ্য দেওয়া হয়েছে?
০৮। ইমান মুজমাল অর্থসহ শুদ্ধভাবে বল।
০৯। ইমান মুফাসসাল অর্থসহ শুদ্ধভাবে বল।


