বাংলার অতি পরিচিত ছোট একটি গ্রাম, পাশেই একটা পাহাড়ি নদী কুল কুল করে বয়ে চলেছে। নদীর এপার থেকে ওপারে যাবার জন্য একটা সরু সেতু রয়েছে। একদিন ঐ সেতুর ওপর একটা কালো মোটা ছাগলের সাথে একটা বাদামী ছাগলের মুখোমুখি দেখা হলো।
কালো ছাগল বাদামী ছাগলকে বললো “তুমি সরে যাও আমি আগে যাব।”
বাদামী ছাগল উত্তর দিল “এই মাথামোটা কালো ছাগল তুমি পিছনে সরে দাড়াও, আগে আমি যাব।” ছাগল তাও সরছে না দেখে সে চটে গিয়ে বললো “তুমি যদি আমায় আগে যেতে না দাও, তাহলে তোমায় নদীর পানিতে ফেলে দেবো।”
এইভাবে দুজনে কিছুক্ষণ ভীষণ ঝগড়া করলো। তারপর শিং উঁচিয়ে লড়াই করতে গেল। ফলে ধাক্কাধাক্কিতে দুজনেই নিচে নদীর পানিতে পড়ে গেল। স্রোতের টানে গভীর পানিতে গিয়ে তারা ডুবে মরে গেলো।
কিছুদিন বাদে আবার দুটো বুনো ছাগল দুদিক থেকে এসে সেতুর মাঝখানে দাঁড়াল। তারা দুজনেই খুব শান্ত ও সমঝদার ছিল।
একজন অন্যজনকে বললো “ভাই আমি নিচু হয়ে বসছি, তুমি আমার উপর দিয়ে আগে ওপারে চলে যাও।”
অন্য ছাগল সেইমত চলে গেল। যাবার সময় বন্ধুকে সে ধন্যবাদ জানিয়ে গেলো। এবার প্রথম ছাগল উঠে আস্তে আস্তে সেতু পেরিয়ে জঙ্গলের পথে চলে গেল।