বাংলাদেশের কোন এক গ্রামে ছিল এক কৃষক পরিবার। তাদের কাছে একটা সুন্দর রাজহাঁস ছিল। হাঁসটি রোজ যাদুবলে একটা করে সোনার ডিম পাড়তো। কৃষক ভাই সেই ডিম বাজারে ভাল দামে বিক্রি করে অনেক টাকা পেতো। এইভাবে দিন যায়, মাস যায়, বছরও চলে গেলো। কৃষক পরিবার সোনার ডিম বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেলো। ফলে ওদের দুঃখ কষ্ট ঘুচে গেলো। ওরা ভাল বাড়িতে থাকতে লাগলো। ভাল খাবার খেতো এবং সুন্দর পোশাকও পরতো। এইভাবে সুখে শান্তিতে ওদের দিন ভালোই কাটতে লাগলো।
হঠাৎ একদিন রাত্রে কৃষকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি ভর করলো। সে ভাবলো “হঁসের পেটে নিশ্চয় অনেক সোনার ডিম আছে। পেট কেটে যদি সব ডিমগুলো বের করে বাজারে বিক্রি করা হয় তবে এক সঙ্গে অনেক টাকা পাওয়া যাবে। ফলে আমি একদিনেই খুব বড় লোক হয়ে যাব।”
পরদিন সকাল বেলা একটা বড় ছুরি দিয়ে কৃষক হাঁসের পেট কেটে ফেললো। যন্ত্রণায় ছটফট করতে করতে হাঁসটা মরে গেলো। কিন্তু হায়! হাঁসের পেট চিরে একটা ডিমও পাওয়া গেল না। কৃষক তখন পাগলের মত অবস্থা। সে কপাল চাপড়ে কাঁদতে লাগলো। কারণ যাদুকরী হাঁস তো মরে গেছে। এবার থেকে সোনার ডিম সে আর কোথায় পাবে?