লোভী কুকুর

  গল্প

লোভী কুকুর

একদিন একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে এক টুকরো মাংসের হাড় কুড়িয়ে পেলো। সেটা মুখে নিয়ে সে একটা নির্জন জায়গায় গিয়ে বসে ভাবলো “এখন পেট ভরে মাংস খাওয়া যাক।” খেতে খেতে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে ওঠার পর তার খুব পানির পিপাসা পেলো। পানির আশায় মাংসটা মুখে নিয়ে সে নদীর ধারে এগিয়ে চললো।

নদীর ধারে একটা সাঁকোর কাছে এসে সে যেই পানি খেতে গেলো, তখন পানির মধ্যে সে তার নিজের ছায়া দেখতে পেলো। মূর্খ কুকুর ভাবলো ও পাশে তারই মত আর একটা কুকুর মাংস মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। ঐ মাংসটাও কেড়ে নেবার জন্য তার খুব লোভ হল। এই ভেবে সে যেইনা হাঁ করে ঐ মাংসটা ছিনিয়ে নিতে গেলো, অমনি নিজের মুখ থেকে মাংসের হাড়টা নদীর পানিতে পড়ে গেল। হতভম্ব কুকুর কিছু বোঝার আগেই পানির ঢেউয়ে ছায়াটা মিলিয়ে গেল।




Greed Leads To Grief.

অতি লোভে তাঁতি নষ্ট