ওশিনের চালাকি

  গল্প

ওশিনের চালাকি

অচিনপুর গ্রামে ওশিন নামে এক সাহসী ও ডানপিটে ছেলে বাস করতো। একদিন সে একটা দোকানে গিয়ে দেখলো বেশ লাল টকটকে কুল বিক্রি হচ্ছে। দেখে সে লোভ সামলাতে পারলো না। দোকানীর কাছে সে আধাকিলো কুল চাইল।

দোকানী তাকে ওজন করে কুল দেবার সময় ভাবলো “ছোট ছেলে, একে ওজন কম দিলেই চলবে।”

ওশিন খুব বুদ্ধিমান ও চালাক ছেলে। সে কুল হাতে নিয়ে দোকানদারকে বললো তুমি আমায় ওজনে কম দিলে কেন?

দোকানদার চালাকি করে বললো “বাবু সোনা তুমি তো ছোট ছেলে তাই একটু কম দিলে তোমার পক্ষে বয়ে নিয়ে যেতে সুবিধা হবে।”

ওশিন কুলের দাম জিজ্ঞাসা করে দোকানদারকে পয়সা দিয়ে চলে যাচ্ছিল। দোকানী পয়সা গুণে দেখলো কম পয়সা আছে। ওশিনকে ডেকে সে বললো “বাবা তুমি আমায় কম পয়সা দিয়েছ কেন?”

ওশিন হেসে জবাব দিল “আমি ভাবলাম পয়সা কম হলে তোমার গুনতে সুবিধা হবে। তাই কম দিলাম।” দোকানদার নিজের ভুল বুঝতে পারলো আর ভাবলো “চালাকির দ্বারা কাউকে ঠকানো যায় না।”

Those Who Play Smart Are Likely To Be Outsmarted By Smarter People.

চতুরের চাতুরি অতিশয় চতুরতার কাছে পরাজিত হয়