এক সকালে এক চতুর শেয়াল আঙুর ক্ষেতের পাশ দিয়ে জঙ্গলের পথে যাচ্ছিল। হঠাৎ উপর দিকে তাকিয়ে সে দেখলো, থোকা থোকা পাকা আঙুরের গুচ্ছ গাছের ডালে ঝুলছে। আঙুরগুলো খাবার জন্য তার জিভ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। সে ভাবলো কি করে ঐ আঙুরগুলো পাড়া যায় !
শেয়ালতো গাছে চড়তে পারে না। প্রথমে সে মাথা উঁচু করে সামনের দুই পা উঠিয়ে আঙুরগুলো পাড়ার চেষ্টা করলো। কিন্তু পারলো না। তারপর সে লাফ দিয়ে পাড়ার চেষ্টা করলো তবুও সফল হল না। ক্রমাগত লাফ দিতে দিতে শেয়াল ক্লান্ত হয়ে পড়লো। আঙুর সে কিছুতেই পাড়তে পারলো না।
অবশেষে ক্লান্ত চতুর শেয়াল হাল ছেড়ে বনের পথে চলতে শুরু করলো। আর মনে মনে সে বলতে লাগলো “আঙুর ফলতো টক, ঐ ফল না খাওয়াই ভালো।”