শেয়াল ও কাকের গল্প

  গল্প

শেয়াল ও কাকের গল্প

একটা বোকা কাক খাবারের আশায় অনেকক্ষণ ধরে আকাশে উড়ছিল। হঠাৎ একটা বাচ্চার হাতে এক টুকরো রুটি দেখতে পেয়ে, সে সেটা ছিনিয়ে নিল। কিছুদূর গিয়ে একটা গাছের ডালে বসে সে ভাবলো “এবার রুটিটা আরাম করে খাওয়া যাক।”

এদিকে একটা চতুর শেয়াল দূর থেকে কাককে লক্ষ্য করছিল। কাকের পিছনে গিয়ে গাছের নিচে বসে সে ভাবতে লাগলো “কাকের মুখ থেকে রুটিটা আমায় ছিনিয়ে নিতেই হবে।” তখন সে বললো “সুপ্রভাত, কাকরানী তুমি কেমন আছ?” কাক কোন উত্তর দিল না।

শেয়াল আবার বললো “আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে কাকরানী। কতদিন যে তোমার গান শুনিনা। আজ আমায় একটা গান শোনাবে? তোমার গান শুনে আমি বলে দিতে পারি যে তুমি এই বনে পাখিকুলের রানী।”

শেয়ালের প্রশংসা শুনে বোকা কাক ভাবলো “সত্যিই তো, আমি যদি পাখিদের রানী হই তবে গান গেয়ে এখনি তা আমায় প্রমাণ করতে হবে।” এই না ভেবে গান গাইবার জন্য সে যেই-না দুই ঠোঁট ফাঁক করেছে তখনি রুটির টুকরোটা নিচে পড়ে গেল।

চতুর শেয়াল রুটিটা নিয়ে মনের আনন্দে বনের মধ্যে উধাও হয়ে গেল।

Selfish People Speak Sweet Words To Serve Their Own Ends.

দুষ্টু লোকের মিষ্টি কথা