গ্রামের ইঁদুর ও শহরের ইঁদুর

  গল্প

গ্রামের ইঁদুর ও শহরের ইঁদুর

এক গ্রামের ক্ষেতে একটা ইঁদুর বাস করতো। শহরবাসী এক ইঁদুর ওর বন্ধু ছিল। একদিন গ্রাম্য ইঁদুর তার শহুরে ইঁদুর বন্ধুকে বাড়িতে খাবার নিমন্ত্রণ করলো। শহরের ইঁদুর সেজেগুজে তার বাড়ি খেতে এলো। সহজ সরল গ্রাম্য হঁদুর তাকে মিষ্টি, কুল, ছোটবাদাম ও গাছের শিকড় ইত্যাদি খেতে দিল। শহুরে ইঁদুর একটু খেয়ে মুখ বেকিয়ে বললো বন্ধু, সত্যি কথা বলতে গেলে তোমার এই গ্রাম্য সাদামাটা খাবার আমার মোটেই পছন্দ নয়। এগুলো তো গরিবদের খাবার, কোন স্বাদ নেই। তুমি আমার বাড়িতে এসো তখন বুঝতে পারবে সুস্বাদু খাবার কাকে বলে।

এর কদিন পরই গ্রামের ইঁদুর শহরের ইঁদুরের আমন্ত্রণে একদিন তার বাড়ি গিয়ে হাজির হল। শহরের ঠাটবাট দেখে তার তো চক্ষু স্থির। বন্ধু তাকে সোফার উপর বসতে দিল। সে চোখ গোল গোল করে দেখলো প্লেট ভরতি বিস্কুট, রুটি, জ্যাম, খেজুর, ডুমুর, মধু আরও কত সুস্বাদু সুগন্ধি খাবার টেবিলে সাজানো আছে। সে ভাবতে লাগলো কোনটা রেখে কোনটা খাবে?

দুই বন্ধু যেইনা খেতে যাবে হঠাৎ সেখানে একটা বেড়াল এসে উপস্থিত হল। ফলে প্রাণভয়ে ইঁদুরদের ঘরের কোনায় অন্ধকারে পলাতে হল। যতবার তারা টেবিলের ধারে আসার চেষ্টা করে ততবারই বেড়াল এসে ভয় দেখায়। এইভাবে অনেকক্ষণ লুকোচুরি খেলা চললো।

গ্রামের ইঁদুর বিরক্ত হয়ে বন্ধুকে বললো “ভাই তোমার জীবন অত্যন্ত দুঃখের। একটু শান্তিতে বসে যে খাবে তারও উপায় নেই। আমি ভাই আমার গ্রামে ফিরে যাচ্ছি। শহরের চেয়ে গ্রামে থাকা অনেক ভাল। আর কিছু না হোক সেখানে শান্তিতে আমি খাবারতো খেতে পারি।

Riches Do Not Always Bring Happiness.

ধনসম্পদই কেবল সুখের কারণ নয়